এক্সিকিউটিব পরিচালক,
নহর প্রাইভেট লিমিটেড
হবিগঞ্জ।সকল এক্সিকিউটিভ ডাইরেক্টরের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ জুলাই ২০২০ ইং রোজ শুক্রবার সকাল ৭:৩০ ঘটিকায় নয়াপাড়াস্থ – আল- শেফা ডায়াগণষ্টিক সেন্টার কার্যালয়ে @নহর প্রাইভেট লিমিটেড এর এক্সিকিউটিভ মিটিং অনুষ্ঠিত হবে। মাননীয় চেয়ারম্যান মিটিং এ থাকবেন বলে সম্মতি প্রদান করেছেন।
সকল এক্সিকিউটিব পরিচালক অবশ্যই যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হল।
ধন্যবাদান্তেঃ
মুখলেছুর রহমান জুয়েল
ব্যবস্থাপনা পরিচালক,
নহর প্রাইভেট লিমিটেড
হবিগঞ্জ।