আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করুন 25-30℅ কম খরচে, Nahor eco – Beicks এর হলো ব্লক দিয়ে।
🔎 হলো ব্লক এর সুবিধাঃ / কেন আপনার বাড়ি তৈরিতে এই ব্লক ব্যাবহার করবেন?
#১. স্থায়িত্ব এবং মজবুতঃ
সাধারন ইট ভাটার ইটের থেকে হলো ব্লক মজবুত এবং টেকসই, যা পরিক্ষিত।

#২. সিমেন্ট সাশ্রয়ীঃ
একটি ব্লকের সাইজ ৫ টি ইটের সমান হওয়ায় এর গাথুনিতে সিমেন্ট কম প্রয়োজন হয়, যেমন- ১০০ স্কয়ার ফিট ওয়াল এ গাথুনি ও প্লাস্টার সহ ১ ব্যাগ সিমেন্ট লাগে। যেখানে সাধারণ ইট ভাটার ইট এ ৩ ব্যাগ সিমেন্ট লাগে।
#৩. লেবার সাশ্রয়ীঃ
ধরুন আপনার বিল্ডিং এ সাধারণ ইট দিয়ে গাথুনির জন্য একমাস সময় লাগবে, ঠিক সমপরিমাণ গাঁথুনি হলো ব্লক দিয়ে করলে 10 দিনে সম্পন্ন হয়ে যাবে, সে ক্ষেত্রে বলা যায় 20 দিনের লেবার সাশ্রয়ী হলো।
#৪. তাপমাত্রা শুস্ক থাকেঃ
হল ব্লক এর ভিতর ফাপা থাকায় গরমের সময় ঘরের তাপমাত্রা ঠাণ্ডা অনুভূতি হয়, এবং শীতের সময় ঘরের তাপমাত্রা শুষ্ক থাকে।
#৫. ভূমিকম্প সহনীয়ঃ
হলো ব্লক দিয়ে বিল্ডিং এর গাথুনি করলে বিল্ডিং এর ওজন অনেকাংশে কমে যায়, যার ফলে ভূমিকম্প সহনীয় অবস্থায় থাকে।
টাকা সাশ্রয় ছাড়াও হল ব্লক ব্যবহারে অনেক অংশেই সুবিধা রয়েছে।
বিস্তারিত জানতে:-
নহর ইকো – ব্রিকস এণ্ড কংক্রিট প্রোডাক্ট (নহর প্রাইভেট লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান)
সায়েস্তাগঞ্জ (বিরামচর, হাসেঁর খামারের পিছনে), হবিগঞ্জ।
01789747645, 01647012938,